Thanx to Tasslock

আসসালামু আলাইকুম
বন্ধু পরামর্শ প্রিয় বাইক হারাতে হলো না।

এক বন্ধুর সাজেশনে বাইকে ট্যাসলক ইনস্টল করি।
যারফলে আজকে আমার বাইক চোরের হাত থেকে বেচে যায়।
*ঘটনাটি আজকে সকালের।
আমি বাইক রেখে সুপার মার্কেটের ৭ তলায় যাই মোবাইলের কাভার খুজতে।
হঠাৎ আমার রিমোট এ এলার্ম বেজে উঠলো।
তাড়াহুড়ো করে এসে দেখি লিফট এ অনেক লম্বা সিরিয়াল। তাই উপায় না পেয়ে সিড়ি বেয়ে নিচে নামতে হয়। দ্রুত নেমে বাইকের কাছে পৌঁছে দেখি কেউ একজন আমার বাইকের গাড় লক বেংগে ফেলেছে, ওয়ারিং কেটে রেখেছে, আমার রেখে যাওয়া পয়েন্ট থেকে ২০/২৫ গজ দূরে ফেলে রেখেছে।
ভাগ্যিস ট্যাসলক লাগানো ছিলো।

তারপর থেকে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে ট্যাসলকে পরামর্শ দি🥰

ধন্যবাদ ট্যাসলক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »