fbpx

ধন্যবাদ TASSLOCK GPS

আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আমার জীবনের ২০১৮ সালের এক কঠিনতম মুহূর্তের সমাধানের কিভাবে পেয়েছিলাম সে কথা শেয়ার করব…..
আমি সৌদি প্রবাসী
মোঃ আলতাফ সিকদার
বাড়ি মাদারীপুর টেকেরহাট।


সৌদিতে প্রবাস জীবনের 25 বছর পার করছি, প্রবাসী উপার্জন থেকে দেশে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই শ্যালকের এর কথা মত ২০১৪ সালে কোন কিছু না ভেবে দুইটি ট্রাক গাড়ি কিনে ফেলি …..
ভেবেছিলাম ট্রাক দুটো ভাড়া দিয়ে হয়তো পরিবারের আরো এক ধাপ উপার্জন বাড়লো আর আমি বিদেশ থেকে ফিরে আসলে এটার উপরে নির্ভরশীল হয়ে উঠতে পারব, কিন্তু মনে মনে ভাবা যতটা সহজ বাস্তবতা অতটাও সহজ না…..


গাড়ি দুটি কেনার সময় বুঝেছিলাম যে কোন ব্যবসায় নেমেই সফলতা আসে না তাই ধরে নিয়েছিলাম ছয় মাসের মধ্যে হয়তো আমার আয়াত এসে যাবে কিন্তু সেটা আর হলো না বছরের পর বছর পার হতে লাগলো কিন্তু ব্যবসার কোন হিসাবেই আমার মাথায় দর ছিল না সবই যেন মাথার উপর থেকে যাচ্ছিল…..


কারণ মাসে যা আয় হচ্ছিল তা থেকে গাড়ির মেন্টেনেন্স খরচ এবং থানার রোড বিট খরচে এ সব টাকা চলে যাচ্ছিল আপনারা যারা গাড়ির ব্যবসা করেন তারা হয়তো বুঝবেন থানার বিট কি জিনিস….. তারপর ড্রাইভার দের নানান অজুহাত ট্রিপ নাই ট্রিপ হয় না এই আর কি
তাই কোন উপায় না পেয়ে তড়িঘড়ি করে ছুটি নিয়ে দেশে আসার সিদ্ধান্ত নেই ২০১৮ সালে, আমার পরিবারে বুঝদার কোন পুরুষ সদস্য ছিল না তাই দেশে এসে দেখি বাড়িতে বাড়ির নানান কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো ঘোচাতে যোগিতা চাইলাম বাল্যবন্ধু সাদ্দাম কাছে, বন্ধু সাদ্দামের পালসার বাইকটি নিয়ে সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করি ,সাদ্দাম ওর পালসার বাইকে রিমট এর মতএকটি সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে বললাম দোস্ত এই খেলনার রিমোটের কাজ কি…
বন্ধু এটা খেলনা না


এটা TASSLOCK এমন একটা জিনিস এখন আমার গাড়ি চুরি করলে আমাকে বলে চুরি করতে হবে, শুনে বেশ আগ্রহী হলাম কি এমন জিনিস ওকে না জানিয়ে চুরি করা যাবে না আর বাংলাদেশে সত্যি এমন জিনিস পাওয়া যায় নাকি….বন্ধু ওর ডিভাইসের বেশ কয়েকটি সিকিউরিটি ফাংশন দেখালো আমি দেখে খুব আকর্ষিত হলাম… বাহ , বললাম দোস্ত তুই তো জানিস আমার ট্রাকের বিজনেসের কি অবস্থা ,আমার ট্রাকের তোর এই TASSLOCK কোম্পানির কাছে কোন ব্যবস্থা আছে কিনা,


বন্ধু সাদ্দাম আমার বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরে মোবাইল এ TASSLOCK এর একজন পরিচিত ব্যক্তির সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাকে তার ফোনে কথা বলতে ধরিয়ে দিল তার সাথে কথা বলে আমার সমস্যার কথা শেয়ার করার পর সে আমাকে দারুন এক সলিউশন কথা জানালো শুনে আরো অবাক হলাম তাদের নাকি মাসিক কোন চার্জ নাই…
oh my goodness


তাই আর দেরি না করে তাৎক্ষণিক তার কাছে দুটি Gps অর্ডার করলাম পরের দিন এসে উনি gps দুটি আমার ট্রাকে ইন্সটল করে দিল এরপর আমাকে ফাংশন গুলো বেশ সহজ করে বুঝিয়ে দিল ,মনে একটি প্রশ্ন ছিল যেহেতু মাসিক কোন চার্জ নেই পরবর্তীতে সেবা পাবো কিনা ???
তার সাথে কথা বলে আরও আশ্বস্ত হলাম আসে-পাশে আমার মত অনেকেই আছে যারা তাদের এই gps সিস্টেমটি যান-বাহনে ব্যবহার করছে….


সেই থেকে আজও চলছে আলহামদুলিল্লাহ এখন আর ড্রাইভাররা আমাকে ভুল বুঝাইতে পারে না….. কারণ গাড়ি স্টার্ট করলেই আমার কাছে এপ্সে নোটিফিকেশন চলে আসে সারাদিন কই গেল কতো কিলো চলল সবকিছুই এবং আমার হাতেই সুযোগ আছে গাড়ির ইঞ্জিন মোবাইল ফোন থেকে বন্ধ করে দেওয়ার,তাই প্রবাস থাকলেও আর চিন্তা করি না,


Tasslock সেবায় আমি উপকৃত হয়ে পরবর্তীতে আরো পাঁচটি গাড়ি আমার বহরে যোগ করি ধন্যবাদ TASSLOCK GPS TRACKING COMPANY কে।

Translate »