প্রতিটা ছেলের স্বপ্ন থাকে

প্রতিটা ছেলের স্বপ্ন থাকে কবে যে আমার নিজের একটা বাইক/ মোটরসাইকেল হবে (ব্যতিক্রম কিছু বাদে)।

ঠিক আমারও তেমনই। আল্লাহর রহমতে হয়েছে। বাইক কেনার পরে অফিস যাওয়া আসাই ছিল বাইকের ব্যবহার। হুটহাট কোথাও বাইক নিয়ে ঘুড়তে গিয়ে বাইক নিচে রেখে কারো বাসায় বা রেস্টুরেন্টে বা কোন দর্শনীয় স্থানে গেলে মন স্থির থাকতো না। ফিরে এসে কি বাইকটি পাবো তো? এই ভয় বা দুঃশ্চিতায় মানসিক প্রশান্তি বা রিফ্রেসমেন্টের জন্য যাওয়া সেটাই হতো না। এই বিষয়টি কলিগের সাথে শেয়ার করলে উনি একটা লকের কথা বলে যেটা দিয়ে চাবি ছাড়া লক আনলক লাইভ ট্রাকিং করা যাবে। আমি শুনে একটু আশ্চর্য হই বাট বাসায় ফিরে ফেসবুক ইউটিউবে কলিগের বলা লকের আদ্যপান্ত যাছাই বাছাই শুরু করে(৩/৪দিন ধরে ফ্রি সময়ে) ভালো খারাপ অনেক রিভিউ দেখেছিলাম এর মধ্যে ভালোর সংখ্যাই বেশি। মনস্থির করি এবং LED Remote + GPS সেটিং করিয়ে নি।

 
প্রথম প্রথম সেফ ফিল না করলেও ধীরে ধীরে এদের কার্যকারিতা গুলো দেখে বিশ্বাস আসে ট্যাসলকের উপর। (#Tasslock#Nexa#Elite)


কেউ বাইক ধরলে বা বাইক নিয়ে দুষ্টামি করতে গেলে বাইকে এলার্ম বাজে , রিমোটে এলার্ম হয় সাথে কলও আসে মোবাইলে। বাইক স্টার্ট করতে গেলে মোবাইলে কল আসে । অর্ধ বছর ( ৬মাস) ব্যবহার করে এখন অনেকটাই নিশ্চিন্তে বাইক রেখে যেতে পারি । বাইক নিরাপত্তা, সাথে বাইকের মালিককে দুশ্চিন্তা মুক্ত রাখতে সাহায্য করার জন্য ধন্যবাদ ট্যাসলককে

#Tasslock