আমার কিছু অভিজ্ঞতা annex Fuel নিয়ে,
আমি FZ v3 FI addition টা চালাচ্ছি ব্যবসার কাজে আমার বাইকটা ব্যবহার হয়। সবসময় আমি এক পাম্প থেকে ফুয়েল নিয়ে থাকি।
অইদিন মহাম্মাদপুরে যাওয়ার পর হঠাৎ ফুয়েল শেষ হয়ে যায়, ফলে প্রথমবার ভিন্ন কোন পাম্প থেকে ফুয়েল নিতে হল, কিন্তু সমষ্যা হল, ২ কি:মি: এর মত রাইড করার পর, একটু পরপর ধাক্কা মারছে, পরে খেয়েল করলাম আমার বাইক এর স্পিড উঠে না, পিকআপ ছেড়ে দিচ্ছে, সার্ভিসে দেই মেকানিক বল্ল কোন সমস্যা তো নাই মনে হচ্ছে। অনেক্ষন পরে মেকানিক বল্ল ভাই আপনার ফুয়েল এ সমষ্যা, ফুয়েল টা ফেলেদিয়ে নতুন করএ তেল নিন। সে আবার বল্ল তেল্টা ফেলতে হবেনা ২ টা annex fuel একসাথে দিয়ে ২ কি:মি: এর মত চালান, অকে না হলে ফেল্টা ফেলে দিতে হবে। পরে আমি ৩ কিমি চালানোর পর মনে হলো যে এখন আর ধাক্কাচ্ছে না, তারপর সব ঠিকঠাক, এখন আমি রেগুলার annex fuyel ইউজ করছি।
ধন্যবাদ #annex_fuel