Tasslock Experience by Simeon Mannan

আস্সালামুআলাইকুম,

আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন।

আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আলোচনা করবো।

আমার সুজুকি Gixxer ১৫৫ সিসি মোটরসাইকেল। বাইকটি কেনার পরেই সিকিউরিটির জন্য Tasslock ইন্সটল করে নিয়েছিলাম। পরবর্তীতে সিকিউরিটি ডিভাইস আপডেট করে GPS tracker ইন্সটল করি Tasslock থেকেই। মোবাইল এপ থেকে সবধরণের কন্ট্রোল করতে পারতাম সাথে বাইক কেউ নাড়াচাড়া করলে বা চুরি করার চেষ্টা করলে মোবাইলে কল আসতো।

২০১৯ সালের ডিসেম্বর মাস। একটা মোবাইল ফোন কেনার জন্য আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে যমুনা ফিউচার পার্কে যাই। মোটরসাইকেল পার্কিংয়ে রেখে মোবাইল এপ থেকে লক করে দিয়ে যমুনা ফিউচার পার্কের ৪ তলায় এক পরিচিত ভাইয়ের দোকানে গেলাম মোবাইল কেনার জন্য। তো মোবাইল কিনে ডাটা ট্রান্সফার করে দোকান থেকে বের হয়েই কোমরে হাত দিতেই আত্মরাম খাঁচাছাড়া হয়ে গেলো। কোমরে বাইকের চাবি নেই। মনে পড়লো চাবি তো বাইকের সিটের লক এ লাগানো রয়ে গেছে। ফ্রেন্ডকে বললাম পার্কিংয়ে আয়, বাইক মনে হয় নাই। বলেই দৌড় দিলাম। এক দৌড়ে পার্কিং এ এসে হাপাতে হাপাতে দেখি আমার মোটরসাইকেল যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে সরানো, আর চাবি সিটের নিচ থেকে খুলে ইগনিশনে লাগানো। দৌড়ে গিয়ে চাবিটা হাতে নিয়ে পার্কিংয়ের সামনে বসে পড়লাম। একটু রেস্ট করার পর চিন্তা ভাবনা পরিষ্কার হয়ে আসলো। মনে পড়লো বাইকে তো Tasslock এর সিকিউরিটি লাগানো, চোরের বাপের ও সাধ্য নাই চুরি করার। যখন মোবাইল এর সিম চেন্জ করছিলাম তখনি চোর আমার মোটরসাইকেলটা চুরি করার চেষ্টা করে। সিম অফ থাকার কারণে মোবাইলে কল আসে নাই। পরে মোটরসাইকেল পার্কিং থেকে বের করার সময় গার্ড জিজ্ঞেস করে “ভাই এটা আপনার বাইক?” আমি বললাম হ্যাঁ। তারপর সে আমার পার্কিং স্লিপে নাম্বার চেক করলো আর বললো আধা ঘন্টা আগে ১ জন অনেকক্ষণ ধরে সেল্ফ আর কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করে পারেনি, গার্ড তাকে জিজ্ঞেস করার জন্য যেতেই বাইক রেখে পালিয়ে যায়। তার কিছুক্ষনের মধ্যেই আমি আসি। আমি বললাম ভাই চাবি ভুলে ফেলে গিয়েছিলাম তাই এই অবস্থা। গার্ড জিজ্ঞেস করলো সে এতো চেষ্টা করে পারে নাই আপনি কেমনে করলেন? আমি বললাম আমার বাইকে Tasslock GPS লাগানো আছে। এটা চুরি অসম্ভব।

আজ এ পর্যন্তই। আগামী পর্বে Tasslock GPS এর বিস্তারিত আলোচনা করবো।

ভালো থাকবেন সবাই।

আল্লাহ হাফেজ।