আমি একজন পালসার১৫০ ইউজার। আগে ৯০টাকায় তেল নিতাম আর এখন ১৩০টাকায়। তেলের দাম যেমনি বাড়ছে সেই সাথে পাম্প গুলোর তেলের কোয়ালিটি আর মাপে কম দেওয়ায় আমাদের মতো বাইক ইউজারদের জন্য খুবই বিরক্তিকর ও দুঃখজনক।
একে তো থ্রটল রেসপন্স ভালো পাচ্ছিলাম না তার উপর আজকে এই সমস্যা তো কালকে আরেকটা। ঢাকার ভিতরের পাম্প গুলোরই এই সমস্যা আর মাঝে মধ্যে যখন ঢাকার বাহিরে যেতাম তখন তো তেল নিতাম আর মনে মনে আল্লাহকে ডাকতাম।
তবে আল্লাহর রহমতে একটা সমাধান বের করেছি। গত কয়েকমাস থেকে যখনি তেল নিচ্ছি Annex Fuel Octane Booster ব্যবহার করছি। এখন আর কোন পাম্প থেকে তেল নিচ্ছি সেটা আর চিন্তা করিনা শুধু মনে করে Annex Fuel সাথে রাখি।
আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি প্রোডাক্ট। এখন আর তেলের সমস্যা নিয়ে চিন্তা করিনা।