fbpx

Black Night

আসসালামু আলাইকুম

আজ আপনাদের সাথে ঘটে যাওয়া এক কালো রাতের অভিজ্ঞতা শেয়ার করব
ছোট বেলা থেকে বাইকের প্রতি আমার একটি আলাদা ফিলিংস কাজ করে,তাই কম বেশি অনেক বাইকিং কমিটির প্রোগ্রামগুলোতে নিজেকে একটিভ রাখার চেষ্টা করি মধ্যবিত্ত পরিবার হওয়ার দরুন আমাদের দুই ভাইকে একটি বাইক কি ব্যবহার করতে হয়, তুই একটি বাইক দুই ভাই ব্যবহার করি প্রায়্রাসই দুই ভাইয়ের মধ্যে বাইক নিয়ে একটু ঝামেলায় পড়তে হয় ,পরবর্তীতে দুই চাকা গ্রুপের এডমিন রাজিব ভাইয়ের পরামর্শে…..

মাসিকবিল নিয়ে কোন ঝামেলা না থাকায়TASSLOCK একটি gpstracker আমার বাইরে ইন্সটল করি, এবার আসল ঘটনায় আসি আমার বাল্যবন্ধু নাহিদ বিয়ে

নরসিংদীতে উদ্দিন বাইক নিয়ে চলে গেলাম নরসিংদীতে সারাদিন অনেক আনন্দ ফুর্তি করলাম ফিরতে অনেকটা রাত হচ্ছিল , বাইট থাকায় ফেরার ব্যাপারটা নিয়ে অত টেনশন ছিল না কিন্তু আমার সাথে এরকম একটি ঘটনা ঘটে যাবে তাও আমার কল্পনাও ছিল না পুবাইল রেলগেটে আসতেই রেল সিগনালের জ্যামে পড়ে গেলাম ,ভাবসা গরম লাগে হেলমেটটি খুলে বাইকের উপরে বসে থাকলাম হঠাৎ মুহুর্তের মধ্যে কিছু লোক আমার পেছন থেকে এসে এলোপাথারে আমার মাথায় কিল ঘুসি মারা শুরু করল একজন ছুরি দিয়ে স্টেপ দেখিয়ে বলতেছিল নাম গাড়ি থেকে নাম নইলে পাট দিলাম কোন কিছু বুঝে উঠার আগেই আমার কাছ থেকে আমার মানিব্যাগ বাইকের ও মোবাইল ছিনিয়ে নেওয়া হল,

জীবন বাঁচাতে আমি কোন কীছু না ভেবে সোজা দৌড় দিলাম, অনেক কষ্টে বিভিন্ন মানুষের সর্বজনীতে কোনরকম বাসায় এসে পৌঁছালাম পরের দিন সকালে আমার ছোট ভাইয়ের মোবাইল থেকে লোকেশন ট্র্যাক করি দেখি গাড়ির লোকেশন শো করছে হোসেনপুর অনেক ভেবেচিন্তে প্লানিং করে হোসেনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ওখানে গিয়ে স্থানীয় বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে gps tracking এ আমার গাড়ির লোকেশন অনুযায়ী আমার গাড়ির কাছে গিয়ে পৌঁছালাম দেখি একটি বড় গোডাউন টিনের ঘরের মধ্যে আমার গাড়ির সাথে আরো অনেকগুলো গাড়ি বুঝতে আর বাকি রইল না এটাই ছিনতাই কারীদের আস্তানা এর পর স্থানীয় পুলিশের সহযোগিতায় আমার বাইকটি উদ্ধার করতে সক্ষম হই ধন্যবাদ TASSLOCK gps tracking কে ঐদিন আমার ভাইকে এরকম একটি সিস্টেম না থাকলে হয়তো আমার বাইকটা আজও নিখোঁজ হয়ে যেত।

Translate »