আমার বাসার দারোয়ান না থাকার কারণে আমি সব সময় চিন্তায় থাকতাম। আমার বাইকটি কখন জানি চুরি হয়ে যায়! আমার অফিস কলিকের হাতে রিমোট দেখতে পেতাম, যখন আমি বাইকে টাচ করতাম বাইক সাউন্ড করত তারপর অফিস কলিক এর সাথে কথা বলে বাইক সিকিউরিটি অফিসে কল দেই। কথা বলাম, অফিস থেকে একজন ইঞ্জিনিয়ার বাসায় এসে ইনস্টল করে বুঝিয়ে দিয়ে যায়। তারপর থেকে টেনশনটা একটু কম।
কিছুদিন হল, রাত ৩ টার দিকে আমার রিমোট টা এলার্ম বেজে উটে, আমি গুরুত্ব না দিয়ে আবার ঘুমি গেলাম, সকাল বেলা গাড়িতে গিয়ে দেখি সিট কভারটা খুলা, সিকিউরিটি ডিভাইসটা নিচে পরে আছে, ওয়েরিংটা কাটা-চেরা করা, দেখেই কলিজা কেপে উঠল। বুঝতে বাকি রইলনা যে চুর ছুরি করতে এসেছিল, সিকিউরিটি ডিভাইস টার জন্যই বাইকটা এখনো চুখের সামনে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলে মাথা নিচু করে একটা ইটের উপর বসে পড়েছিলাম। আজকে লিখতে গিয়ে মন থেকে আবার আলহামদুলিল্লাহ কথাটি কয়েকবার উচ্ছারিত হল। সে ডিভাইসটি ছিল ট্যাসলক।
ধন্যবাদ ট্যাসলক কে।
#tasslock #gpstracker #gpstrackerprice #bestgpstracker #gpstrackerreview #radbi #tasslockradbi #tasslockcombo