ব্যাটারি নস্ট হবার কারন

ব্যাটারি নস্ট হবার পেছনে অনেক রকম কারনই থাকে, তবে যাদের বাইকে Y connect নামের ব্লুটুথ ডিভাইস আছে তারা ব্যাটারির সমস্যাটা অনেক বেশি ফেস করে থাকেন।
শুরুতে কিছুদিন ঠিকঠাক থাকলেও ফ্রিকোয়েন্টলি Y-connect ডিভাইসে ফল্ট আসে এবং এজন্যই ব্যাটারি ড্রেইনিং শুরু হয়।

এই সমস্যা নিয়ে আমাদের পেইজে প্রচুর ম্যাসেজ এসেছে। প্রাথমিক ভাবে Y-connect ডিভাইসের কানেকশন খুলে রাখার পরামর্শ দিয়েছিলাম আমরা। ফিডব্যাক হিসেবে কানেকশন খুলে রাখার পর ব্যাটারি ড্রেইনের প্রবলেম সমাধান হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
তাছাড়া বিভিন্ন ব্রান্ডের বাইকের সাথে যেই স্টক ব্যাটারি দেয়া থাকে সেটাও অনেক সময় নিম্নমানের হয় অথবা অনেকদিন পড়ে থেকে ড্যামেজ হয়ে গেছে।

নিম্নমানের RR ইউনিট এবং আর্মেচার কয়েলের কারনেও ব্যাটারি সমস্যায় ভুগতে হয়।
বাইকের ব্যাটারি নিয়ে নানান প্রশ্ন, উত্তর, অভিজ্ঞতা এবং পরামর্শ নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। পেইজটি ফলো দিয়ে সাথেই থাকুন..

Bike Doctor BD
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »